সাভার প্রতিনিধি : গণঅধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর ও ঢাকা ১৯ আসন এর এমপি পদপ্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন এর নেতৃত্বে, (আশুলিয়া-সাভার)এ সো-ডাউন ও আনন্দ মিছিল উদযাপন করা হয়।
সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে গণ অধিকার পরিষদের ব্যানারে উপস্থিত হয় জেলা উত্তরের ছাত্র,যুব,শ্রমিক সহ সাধারণ জনতা।
মিসিলটি আশুলিয়া, জিরাবো বটতলা গণ অধিকার পরিষদ ঢাকা জেলা কার্যালয় হতে সারি সারি মোটরসাইকেল, ট্রাক নিয়ে সুশৃংখল ভাবে আরম্ভ করে বিশমাইল হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে সাভার হেমায়েতপুর গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় বিশমাইল হয়ে জিরাবো কার্যালয়ে ফিরে আসেন ।
সাভার বাসস্ট্যান্ডে দশ মিনিটের বিরতিতে জনগণের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখতে দেখা যায় এমপি পদপ্রার্থী এডভোকেট শেখ শওকত হোসেন (ফরহাদ) কে, তিনি বলেন “নেতা হয়ে আপনাদের পাশে থাকতে চাই না সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই” আইনের শাসন প্রতিষ্ঠায়, দুর্নীতি মুক্ত ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করে এবং সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে , ভি.পি.নরুল হক নূর পরিষদকে সু সংগঠিত করার আহ্বান জানান।
আনন্দ মিছিল শেষে জেলা কার্যালয়ে ফিরে এক সংক্ষিপ্ত আলোচনায় গণ,ছাত্র,যুব,শ্রমিক ইউনিটের নেতা কর্মিদের নিয়ে সকলেই সম্মিলিত ভাবে দেশ ও সাভার -আশুলিয়া তথা ঢাকা ১৯ দুর্নীতি মুক্ত, সু শাসনের দেশ গড়ার অঙ্গীকার করে সমাপ্তি করেন তারা।