সাভার প্রতিনিধি : দৃর্ঘ্যদিন ধরে অযত্নে অবহেলায় পরে আছে রাস্তার পাশে ময়লার বাগান। ঢাকা -আড়িচা মাহসড়ক সাভারের মাশরুম উন্নয়ন ইন্সটিটিউট অধিদপ্তরের সামনে এমন চিত্র দৃর্ঘ্য দিনের।
স্থানীয় সূত্রে জানা যায় ময়লা ফেলার নিদিষ্ট জায়গা থাকলেও মানছেন না অনেকেই। সিটি কর্পোরেশনের গাড়ি গুলো নির্দিষ্ট স্থানে ময়লা না নিয়ে ফেলে রাখছে এখানেই। দিনের বেলায় না ফেল্লেও ফেলছে রাতের অন্ধকারে।
মাশরুম ইন্সটিটিউট থেকে মডেল মসজিদ পর্যন্ত হাটলে দেখা যায় কয়েকটি ময়লার স্তপ। শহিদ ইয়ামিন ফুট ওভার ব্রিজ সহ সকল ব্রিজ এর আশেপাশেই মিলছে এমন দৃশ্য।
বিশেষ করে ফুটপাতের দোকান ব্যাবসায়ীরা এই জায়গায় এসে ময়লা ফেলেন। অথচ সাভার মডেল মসজিদের সামনে ময়লা ফেলার বিশাল জায়গা থাকলেও সেখানে ময়লা ফেলছেন না কেউই।
যারা ফুটপাত ব্যাবহার করে প্রতিদিন অফিসে যান তাদের রাস্তার পচা- দূরগন্ধে দম বন্ধ হয়ে যায়। পথচারীরা বলছেন নিদিষ্ট স্থানে ময়লা না ফেলার কারণে তাদের এমন ভোগান্তির শিকার হতে হয়।
পথচারী শামীম চাকরী করেন, সাভারের একটি শিল্প কারখানায় তিনি মুক্তকথনকে জানায় ,ডিভাইডারের বাম পাশে দুই লেন রাস্তার এক লেন ময়লা ভর্তি, পাশে ফুটপাত, এর বাম পাশে মানুষ দাড়িয়ে প্রস্রাব করে পুরো ফুটপাত নোংরা করে রাখে। এই ফুটপাত দিয়ে যাওয়া আসা করার কথা মনে হলে জ্বর চলে আসে। এই ব্যাপারে কি কোন পদক্ষেপ নেয়া যায় না। সব সময় এই রাস্তাটার এই অবস্থা দেখে আসছি। নতুন করে যুক্ত হয়েছে এই প্রস্রাব এর সমস্যা।
আর পথচারী বলেন, মাশরুম সেন্টার এর উত্তর পাশে একই অবস্থা। প্রতিদিন সকালে ফ্রেশ একটা মুড নিয়ে অফিসে যাওয়ার জন্য বের হই কিন্তু এই জায়গায় পৌঁছানোর পর আর ঠিক থাকে না মুড। ফুটপাত দিয়ে হাটলে অস্বস্তিকর। পুরো সাভারটাকে ডাস্টবিন বানিয়েছে। পৌরসভার সামনে একটা ময়লার ডিপো সামনে দিয়ে গেলে বমি চলে আসবে। আবার রাজালাখ ফার্মের সাথে মডেল মসজিদের পাশে বিশাল আরেকটা ময়লার ভাগার করে রাখসে, চৌরঙ্গী মার্কেটের সামনে মেইন রোডের উপরে ময়লার গন্ধে হাটা যায়না, আবার সাভারনিউ মার্কেট পার হলে মাশরুম সেন্টারের ওদিকে রাস্তায় ময়লার ভাগাড় বানায় রাখছে । সাভারে যেখানেই যাই শুধু ময়লার গন্ধ।
ছাত্র জানতার ব্যাপক আন্দোলনের পর থেকেই সভার পৌরসভার চেয়ারম্যান রাজিব আত্মগোপন থাকায় প্রশাসনের ধরা ছোয়ার বাইরে। তবে এই বিষয়ে সাভার পৌরসভায় যোগাযোগ করলে তারা আশ্বস্ত মূলককোন বক্তব্য দেননি।
সাভার বাসির দাবি দ্রুত ময়লা আপসারণ করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে রাস্তায় চলাচলের জন্য উপযোগী করা।