মেহেদি হাসান মুন্না, ভ্রাম্যমাণ প্রতিনিধি: কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক,কাওসার আহম্মেদ পলাশ এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শনিবার (৫অক্টোবর) দিবাগত রাত ২টায়,শ্রমিক লীগ নেতা পলাশের ফতুল্লা'র আলীগঞ্জের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।মুখাশধারী ১০-১২ জন ডাকাত দলটি ঘড়ে থাকা নারীদের আগ্নেয়াস্ত্র ও দাড়ালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০০ ভরি স্বর্নালংকার ও নগদ ২৫ লক্ষ টাকা লুটে নিয়ে গেছে বলে জানিয়েছে শ্রমিক লীগ নেতা পলাশের পরিবার।
ডাকাতির ঘটনা বর্ননা দিয়ে পরিবারের প্রত্যক্ষদর্শী সদস্যরা জানায়,মুখাশধারী ডাকাতের একটি দল শ্রমিক লীগ নেতা কাওসার আহম্মেদ পলাশের পৈত্রিক বাড়ির মেইন গেট ও দরজা ভাঙচুর করে। ওই সময় ঘড়ে থাকা নারীরা ভয়ে চিৎকার করলে,ডাকাত সদস্যরা নারীদেরকে লাঠি দিয়ে মারধর করে।একসময় ডাকাত সদস্যরা হুমকি দেয় যে, চিৎকার চেচামেচি করলে সবাইকে জবাই করে হত্যা করা হবে।ওই সময় ডাকাত দল ঘরের সবাই কে জিম্মি করে আলমারির চাবি নিয়ে সেখান থেকে নগদ ২৫ লক্ষ টাকা ও প্রায় ১০০ ভড়ি স্বর্নলংকার লুট করে।ডাকাতি করার জন্য তারা গাড়ি নিয়ে আসে এবং ডাকাতি শেষে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য,কাওসার আহম্মেদ পলাশ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা।গত ৫আগস্ট সরকার পতনের পর বাড়িতেই ছিলেন। তার নামে ছাত্র জনতা হত্যাকান্ডের ঘটনায় জেলায় বেশ কয়েকটি মামলা হয়েছে।তবে ডাকাতির সময় এই নেতা বাড়িতে ছিলেন না।
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস এম জহিরুল ইসলাম জানান, শ্রমিক লীগ নেতা কাওসার আহম্মেদ পলাশের পরিবারের সদস্যরা ডাকাতির ঘটনা সম্পর্কে তাকে জানিয়েছে।ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।