প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৪, ১:৪৮ পি.এম
সাভারে নাভানা ফার্নিচার কারখানায় অস্ত্রের মুখে ডাকাতি।

সাভার প্রতিনিধি: সাভারে ফুলবাড়িয়া ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত নাভানা ফার্নিচার কারখানায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
গতকাল সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা এই ডাকাতির সময় ৩০ থেকে ৩৫ জন ডাকাতদল অস্ত্রের মুখে কারখানার সিকিউরিটি গার্ডদের জিম্মি করে ফেলে। ডাকাতরা তাদের একটি কক্ষে আটকে রেখে বিপুল পরিমাণ মেটাল, একটি হাইস গাড়ি, এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
কারখানার এডমিন কর্মকর্তা আরিফ হোসেন জানান, ডাকাতদল অত্যন্ত সুসংগঠিত ছিল এবং তারা পরিকল্পিতভাবে এই ডাকাতি পরিচালনা করে। তিনি আরও উল্লেখ করেন, কারখানার সিকিউরিটি গার্ডরা অস্ত্রবিহীন থাকায় তাদের প্রতিরোধের কোনো সুযোগ ছিল না।
নাভানা ফার্নিচারের সুপারভাইজার আহাদ মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর, সাভার মডেল থানার টেনারি ফাঁড়ির ইনচার্জ সিরাজ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছেন।
এই ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © নিবন্ধন প্রক্রিয়াধীন @ মুক্তকথন গ্রুপ