সাভার প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছে দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের পক্ষে ঢাকা জেলা আহ্বায়ক এডভোকেট শেখ শওকত হোসেন এই কর্মসূচি তদারকি করেন।
এছাড়াও শ্রী অর্ণব কুমার, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ (ঢাকা জেলা), সাভার উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, এবং সাভার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ হাসান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ মন্ডপ পরিদর্শন করেন। তারা ফুল দিয়ে পূজার আয়োজকদের শুভেচ্ছা জানান এবং পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

শুভেচ্ছা ও উপহার বিতরণের চিত্র
অন্যদিকে, ভিপি নুরুল হক নুরের পক্ষ থেকে ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং পূজার সার্বিক অবস্থা নিয়ে খোঁজখবর নেন।
এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।