অনুসন্ধান

ফতুল্লায় আওয়ামীলীগ নেতা ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার।

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৯:৫৬:৫৫ প্রিন্ট সংস্করণ

মো.মেহেদি হাসান মুন্না,ভ্রাম্যমাণ প্রতিনিধি:নারায়নগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি ও হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা আমিন হোসেন সাগর ও ছাত্রলীগ সভাপতি শাহ আলম মাস্টারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার মাহমুদপুরের আলাউদ্দিনের ছেলে এবং ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর ও একই থানার ভূইগড়ের আবুল হোসেনের ছেলে এবং কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলম মাস্টার।

মঙ্গলবার দুপুরের দিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার বিকেলে তাদেরকে ফতুল্লা থানা সীমান্তের ভূইগড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে একই দিন রাতে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া আমিন হোসেন সাগরের বিরুদ্ধে চারটি এবং শাহ আলম মাস্টারের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে।

Author

আরও খবর

Sponsered content