মেহেদি হাসান মুন্না,ভ্রাম্যমাণ প্রতিনিধি: নারায়নগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবরসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপির নেতারা।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মো: শহীদুল্লা।
তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৭টি বছর স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য লাখ লাখ মামলা দিয়েছে। খুনি শেখ হাসিনার পতন ঘটেছে কিন্তু বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি।’
ছাত্র-জনতার গণবিপ্লবে ৫ আগস্ট স্বৈরাচার পতন করে মুক্ত নিশ্বাস নিতে পারছি। কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বিএনপিকে বির্তকিত করার জন্য বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। আমাদের বিএনপি নেতা-কর্মী যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলো তাদের নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ঘড়যন্ত্র করে একটি স্বার্থান্বেষী মহল এই মামলাগুলো করছে।