প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৫:৪৯ পি.এম
ফতুল্লার আলীগঞ্জে সাবেক ডিবি প্রধান হারুনের ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার।

এর আগে গত ২ অক্টোবর অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ফতুল্লার শাহ আলম নামে এক ব্যবসায়ী আদালতে সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, মোকাররম সর্দারসহ ১১ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফতুল্লার আলীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মোকাররমকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়। মোকাররম সর্দারকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © নিবন্ধন প্রক্রিয়াধীন @ মুক্তকথন গ্রুপ