প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ১২:৫২ এ.এম
আশুলিয়ায় ট্রাকসহ গরু ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ট্রাকসহ গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২১টি গরুর মধ্যে ৭টি গরু ও দুইটি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির জানান, ২৭ অক্টোবর রাতে রাজশাহীর সিটিহাট থেকে ট্রাকযোগে ২১টি গরু চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় ডাকাত দল আশুলিয়ার বলিভদ্র এলাকায় ট্রাকের গতিরোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গরুগুলোসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
মামলার ভিত্তিতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে আশুলিয়া এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে অভিযান চালিয়ে জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ওসি আবুবকর সিদ্দিক, তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রের সর্দার পলাশ পলাতক রয়েছে এবং বাকি গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © নিবন্ধন প্রক্রিয়াধীন @ মুক্তকথন গ্রুপ