সারাদেশ

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী নিহত

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ১২:৫৫:০৫ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আসাদুজ্জামান (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে সাভার নিউ মার্কেটের বিপরীত পাশে মহাসড়কে এ ঘটনা ঘটে।
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উল্লাহ সরকার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে আসাদুজ্জামান ভোরে দূরপাল্লার একটি বাস থেকে নামার পর ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। তারা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ থানার হারিয়ারকুঠি এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে। তবে তিনি সাভারে কোথায় থাকতেন এবং তার পেশা কী, সে ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ মার্কেটের সামনে  বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন আসাদুজ্জামান। এসময় কয়েকজন ছিনতাইকারী তার পথ আটকে তাকে লুট করার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে এবং তার টাকা ও মোবাইলসহ অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
ঢাকার গুলশান থানার এক পুলিশ সদস্য সাইফুল, তার ফেরার পথে সাভারে রক্তাক্ত অবস্থায় আসাদুজ্জামানকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
সাভার সিটি সেন্টারের স্থানীয় এক ব্যক্তি ওমর ফারুক জানান, সাভারের নিউ মার্কেট, স্বরণিকা, শিমুলতলা ও আশপাশের এলাকায় ছিনতাইকারীদের তৎপরতা বাড়ছে, কিন্তু পুলিশের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূরপাল্লার বাস থেকে নামার পর ওই যাত্রী ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন।” ঘটনাস্থল থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম-পরিচয় জানা গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Author

আরও খবর

Sponsered content