সারাদেশ

ধামসোনা ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশে গণহত্যা, দুর্নীতি, ও সন্ত্রাসের বিচার দাবিতে জোরালো আহ্বান

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৭:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল গণসমাবেশে ছাত্র জনতার অধিকার আদায়, গণহত্যার বিচার এবং দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে। শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কাজী আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। তিনি বলেন, “ছাত্র-জনতার অধিকার রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের ঢাকা জেলা উত্তর সভাপতি মোঃ ফারুক খান, জেলা সেক্রেটারি টিএম মাহফুজ হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমান হোসাইন জহির, এবং জেলা সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ ইব্রাহিম। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের সচেতনতা ও ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা শাখার সভাপতি মুফতি সোলায়মান আজাদী ও স্থানীয় ছাত্র ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ। তাঁরা দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে বলেন, “দেশের স্বার্থে নিরপেক্ষ নির্বাচন ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে। তা না হলে গণতন্ত্র বিপন্ন হবে।”
গণসমাবেশে বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচনের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তাঁরা বলেন, “এটি শুধু জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে না, বরং সকল দলের জন্য সুষ্ঠু অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে।”
বক্তারা ছাত্র-জনতাকে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Author

আরও খবর

Sponsered content