উৎসব অনুৃষ্ঠান

কাল থেকে পর্যটকদের জন্য খুলছে সাজেক ভ্যালি, দেড় মাস পর ফিরছে প্রাণচাঞ্চল্য

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৪ , ৯:০১:১০ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক :দীর্ঘ দেড় মাস পর পর্যটকদের জন্য আবারও খুলে যাচ্ছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। পাহাড়ি অঞ্চলে সংঘাত এবং নিরাপত্তা পরিস্থিতির জন্য গত ২০ সেপ্টেম্বর থেকে প্রশাসন পর্যটকদের সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করেছিল। তবে রাঙামাটি জেলায় ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ভ্রমণ বিধি-নিষেধ তুলে নেওয়া হলেও সাজেকের ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে পৌঁছানোর জন্য খাগড়াছড়ি জেলার সড়ক ব্যবহার করতে হয়। খাগড়াছড়ি জেলার পর্যটন কেন্দ্রগুলো আগামী ৫ নভেম্বর খুলে দেওয়া হবে। এদিন থেকে সাজেকে পর্যটকরা যেতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন।

সাজেক ভ্যালির পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, সেখানে প্রায় ১১৬টি হোটেল, রিসোর্ট এবং কটেজ রয়েছে, পাশাপাশি ১৪টিরও বেশি রেস্তোরাঁ রয়েছে। তবে গত দেড় মাসে পর্যটক না থাকায় তাদের প্রায় ৮-৯ কোটি টাকার লোকসান হয়েছে। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ আশা প্রকাশ করেন যে, পর্যটকরা ফিরলে এই লোকসান কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, সাজেক রাঙামাটির অংশ হলেও এর অবস্থানগত কারণে খাগড়াছড়ির ওপর দিয়ে যেতে হয়। ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটন কেন্দ্রগুলোর ওপর থেকে বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে বলে সাজেকে পর্যটকদের জন্যও ভ্রমণ উন্মুক্ত করা হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ না থাকায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সাজেকে ভ্রমণ করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন তিনি।

Author

আরও খবর

Sponsered content

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন

গাজীপুর শ্রীপুরে উপজেলা গরু চরাতে গিয়ে নিখোঁজ শিশু হুযাইফার রহস্যজনক মৃত্যু 

বাগমারা বাজারে ‘হেলথভিউ ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার’-এর শুভ উদ্বোধন

ভোটের জন্য ১৭ বছর আন্দোলন করেছি আপনাদের চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য নয়- বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

গাজীপুর জেলা বিএনপির সমাবেশে এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে বিশাল মিছিলের বহর নিয়ে রাজবাড়ী মাঠে উপস্থিত

কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ