সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে রোববার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে নরসিংহপুর এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ছয়টি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগদান করেছেন।
বন্ধ ফ্যাক্টরি:
– আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড (নরসিংহপুর, আশুলিয়া) – ১৩(১) ধারায় বন্ধ
সাধারণ ছুটিজনিত বন্ধ ফ্যাক্টরি:
১. জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড (ইউসুফ মার্কেট, আশুলিয়া)
২. গোল্ডটেক্স লিমিটেড
৩. সাউথ চায়না ব্লিচিং এন্ড ডাইং লিমিটেড
৪. গিল্ডেন
৫. গিল্ডেন গার্মেন্টস লিমিটেড
৬. ভারটেক্স আরএমজি ডিভিশন
শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি সামাল দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।