সারাদেশ

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১, আহত অর্ধশতাধিক

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ৮:০১:৩২ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি প্রতিক সিরামিক গার্মেন্টসের শ্রমিকদের বহন করছিল এবং পলাশ পরিবহনের অধীনে চলছিল। জানা যায়, বাসটি জয়পুরা থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জানান, গাড়ির হেলপার দুর্ঘটনায় মারা গেছেন তবে তার পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

এই দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা গুরুতর, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং সড়ক নিরাপত্তা বিষয়েও নতুন করে ভাবনার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Author

আরও খবর

Sponsered content