ভ্রাম্যমাণ প্রতিনিধি,মেহেদি হাসান মুন্না: সিন্ডিকেট ও কালোবাজারিদের রুখতে ফতুল্লার কুতুবপুরে বিনা লাভের বাজার চালু করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার অধীনস্থ কুতুবপুর ইউনিয়ন এর পাগলা এলাকায় পাগলা রেল স্টেশন এর পাশে আজ সকাল হতে বিনা লাভে পণ্য বিক্রি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
কুতুবপুর ইউনিয়ন এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়করা বলেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে অসহনীয় হয়ে পড়া জনজীবনে কিছুটা সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের সবজি জোগান দিতেই মূলত এই বিনা লাভের বাজার শুরু করেছি।দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে ক্রেতা সাধারণের স্বস্তি ফেরাতে পাগলা রেল স্টেশনের পাশে শুরু হয়েছে `বিনা লাভের বাজার`।
সমন্বয়করা জানান, আমাদের বিনা লাভের বাজার এখন থেকে রোজ বসবে।সাধারণ মানুষ নিম্ন আয়ের মানুষদের জন্য এই উদ্যোগে সবার সহযোগিতা কামনা করেন তারা।