উন্নয়ন

শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের।

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ১২:২৫:২১ প্রিন্ট সংস্করণ

মুক্তকথন ডেস্ক : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি জানিয়েছেন, শহিদ পরিবারের অন্তত একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করাসহ তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করবে ফাউন্ডেশন। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা জানান।
সারজিস আলম বলেন, “যারা শহিদ হয়েছেন তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। শহিদ পরিবারকে সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করছে ফাউন্ডেশন। আমরা নভেম্বর মাসের মধ্যে শহিদদের তালিকা চূড়ান্ত করার চেষ্টা করছি।”
তিনি আরো বলেন, “যেভাবে আমাদের শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিল, আমরা সেভাবে হয়তো দাঁড়াতে পারিনি। তবে আমাদের চেষ্টার কমতি ছিল না। আমরা সবার কাছে যাবো, তাদের কথা শুনবো। এটা একটি শুরু মাত্র। আমরা আমাদের জীবনের বিনিময়ে এই ফাউন্ডেশনকে বাঁচিয়ে রাখবো।”
সারজিস আলম আরো বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা প্রশ্নবিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে শহিদদের তালিকা প্রণয়নে তারা সর্বোচ্চ সতর্ক থাকছেন। যথাযথ যাচাই-বাছাই করে শহিদদের তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে তিনি জানান।

Author

আরও খবর

Sponsered content