নিউজ ডেস্ক : আজ শুক্রবার (৮ নভেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত ইসলামী বইমেলার ১৬তম দিন। সপ্তাহের ছুটির দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলমান এই মেলায় পাঠক, লেখক, প্রকাশক ও দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে। দিনের সঙ্গে সঙ্গে জমে উঠেছে মেলাটি। পাঠকরা বইমেলা ঘুরে পছন্দের বই কিনছেন।
প্রকাশক ও লেখকরা জানিয়েছেন, মেলার দিন যত বাড়ছে, পাঠকের আগ্রহও বাড়ছে। মূলত ২০ দিনের জন্য আয়োজন করা হলেও, লেখক-প্রকাশকদের অনুরোধে মেলার সময়সীমা বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।
আজকের এই ছুটির দিনে মেলায় বই কিনতে এসেছেন অনেকে। যেমন, ইয়ামিন মাহফুজ নামে একজন ক্রেতা জানান, তিনি আগেও মেলায় এসেছেন এবং এবারও ছুটির সুযোগ নিয়ে ইসলামী ইতিহাসের উপর কিছু বই কিনেছেন। গাজীপুর থেকে নতুন খতিব মাওলানা আব্দুল মালেকের পিছনে জুমা নামাজ আদায় করতে আসা আব্দুল্লাহ নামাজ শেষে বিভিন্ন বই কিনেছেন এবং প্রিয় লেখকদের কাছ থেকে অটোগ্রাফ নিয়ে খুশি হয়েছেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফয়সাল জানান, মেলায় তার পছন্দ সাহাবিদের জীবনী ও ইসলামিক মোটিভেশনাল বই।
ইলহাম প্রকাশনীর বিক্রয়কর্মী মাহমুদুর রহমান বলেন, ছুটির দিনে মেলায় বিক্রি অন্যদিনের চেয়ে বেশি হয়, যা তাকে আনন্দিত করেছে।
তরুণ লেখক মনযুরুল হক, যিনি সাবেক হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের লেখা উপন্যাস ‘কাঁটা ও ফুল’ অনুবাদ করেছেন, জানান, এবারের মেলায় এসে তিনি মানুষের ইসলামী বইয়ের প্রতি আগ্রহের বিষয়টি খুব কাছ থেকে অনুভব করেছেন। তিনি আরও বলেন, এই জাগরণের ক্ষুদ্র অংশ হতে পেরে তিনি আনন্দিত।
বইমেলার এই আয়োজন পাঠক ও লেখকদের জন্য একটি মিলনমেলায় পরিণত হয়েছে। ছুটির দিনে অটোগ্রাফ দেওয়া ও বই নিয়ে আলোচনা করতে লেখকরাও তাদের সময় কাটাচ্ছেন, যা ইসলামী বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়েছে।