সারাদেশ

ঢাকার সাভারে গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার, স্বামী আটক

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ১২:৫২:০১ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি :  সাভারে শান্তনা (৩৫) নামে এক গৃহবধূর চার টুকরো মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী নয়ন (৪০) কে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ।

 

জানা যায়, সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় বব মারলি রেস্তোরাঁর পেছনে শান্তনার খণ্ডিত মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

নিহত শান্তনার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বালিয়া এলাকায়। তিনি বর্তমানে সাভারের দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত নয়ন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মর্শামোড়া গ্রামের বাদল মিয়ার ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী।

 

পুলিশ জানায়, শান্তনার মরদেহের মাথা ও দুই হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় এবং প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় মাথা ও হাত উদ্ধার করা হয়। সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে তার স্বামীকে আটক করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content