সাভার প্রতিনিধি : সাভারের হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দিনব্যাপী এই অভিযানে ৫ শতাধিক বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নিম্নমানের কয়েকশ সংযোগ পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগের দায়ে বিভিন্ন বাড়ির মালিকদের নগদ জরিমানা করা হয় এবং পুনরায় অবৈধ সংযোগের প্রয়োগ ঘটলে তাদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, আনিসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।