সাভার প্রতিনিধি : সাভারে ট্যানারির বিষাক্ত বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্ক প্রকল্প এলাকায় অবস্থিত একটি অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকারের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।
স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে এই কারখানায় ট্যানারির বিষাক্ত বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করা হচ্ছিল। বর্জ্য পোড়ানোর ফলে এলাকায় ছড়িয়ে পড়া ধোঁয়া ও দুগন্ধের কারণে শ্বাসকষ্টসহ নানা রোগের প্রকোপ বাড়ছে। এতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।
অভিযানে কারখানার চামড়া বর্জ্য পোড়ানোর যন্ত্র ভেঙে ফেলা হয় এবং ট্যানারির বর্জ্য ধ্বংস করা হয়। অভিযান চলাকালে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়। এ কারণে জরিমানা আদায় করা সম্ভব না হলেও কারখানার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, “চামড়ার বর্জ্য থেকে খাদ্য তৈরির ফলে বিষাক্ত ক্রোমিয়াম মানবদেহে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। এ ধরনের ক্ষতিকর কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের স্বস্তি ফেরাতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।