সারাদেশ

সাভারের ১ নং ওয়ার্ডে সন্ত্রাস ও মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৪ , ১২:৫৩:১৩ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : সাভারের ১ নং ওয়ার্ডের নয়াবাড়ী এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে নয়াবাড়ী ঈদগাহ মাঠে সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম। প্রধান অতিথি তার বক্তব্যে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে, যা মাদক ও সন্ত্রাস নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে।”

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মো. মনিবুর রহমান চম্পক। তিনি বলেন, “এলাকার যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধুলার আয়োজন বাড়ানো এবং সাংস্কৃতিক চর্চা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, “পুলিশ সবসময় জনগণের পাশে আছে। মাদক ও সন্ত্রাস রোধে আমাদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এছাড়া সভায় তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি ফয়সাল দেওয়ান, নয়াবাড়ী, ভাটপাড়া, জামসিং ও জয়পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাদের মতামত প্রকাশ করেন এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Author

আরও খবর

Sponsered content