উৎসব অনুৃষ্ঠান

নড়াইলে অতিরিক্ত মদপানে স্কুলছাত্রীর মৃত্যু, আরেকজন চিকিৎসাধীন

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ , ১:৪০:৪৪ প্রিন্ট সংস্করণ

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় মদপানে পূজা কর (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ত্রীনয়নী বিশ্বাস নামে আরও এক স্কুলছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায়।

 

পূজা কর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে এবং ত্রীনয়নী বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে। তারা উভয়ে মহাজন গ্রামে মামাবাড়ি বেড়াতে এসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন।

 

পরিবার সূত্রে জানা যায়, পূজা এবং ত্রীনয়নী পূজা উপলক্ষে অতিরিক্ত মদ্যপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পূজা করকে মৃত ঘোষণা করেন। ত্রীনয়নী বিশ্বাস এখনও চিকিৎসাধীন রয়েছেন।

 

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজা করকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তিনি বলেন, “তার পরিবার জানিয়েছে অতিরিক্ত মদ্যপান করার ফলে এ ঘটনা ঘটেছে। তবে পরিবারের চাপের কারণে বিষয়টি পুলিশের কাছে জানানো সম্ভব হয়নি।”

 

ঘটনার বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, তারা এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। তবে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

 

এদিকে, পূজা করের পরিবারের সদস্যরা মদ্যপানের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আরেকজন কিশোরীর অসুস্থতার পেছনে মদ্যপানের কারণ হিসেবে সন্দেহ করা হলেও এখনও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

 

এই ঘটনা কিশোরদের মধ্যে মাদকের অপব্যবহার এবং এর ভয়াবহ পরিণতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Author

আরও খবর

Sponsered content