সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৬

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৬:০৫:০০ প্রিন্ট সংস্করণ

মুক্তকথন ডেস্ক : গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন, তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

 

কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা মডেল গার্লস হাই স্কুল মাঠে এক সভায় অংশ নেন। সভার একপর্যায়ে ফয়সাল ও তৌসিফ নামের দুই নেতার সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

 

সংঘর্ষে আহত ছয়জনের মধ্যে ফয়সাল (২৬) ও বোরহান উদ্দিন (২১) গুরুতর আঘাত পান। ফয়সালের মাথার খুলির হাড় ভেঙে যাওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। বোরহানসহ আরও তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি হতে বলা হলেও তাঁরা ভর্তি হননি।

 

জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুমন ভূইয়া বলেন, “আহত ফয়সালের মাথা, চোখ ও কপালে গুরুতর আঘাত লেগেছে। সিটিস্ক্যানে মাথার খুলির হাড় ভাঙা দেখা গেছে, তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষে জড়িতরা স্থান ত্যাগ করে। এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

 

সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কমিটি গঠন প্রক্রিয়ার শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।

 

এ ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Author

আরও খবর

Sponsered content