উৎসব অনুৃষ্ঠান

মারকাযুত তা’লিম নুরুল উলুম মাদরাসায় হিফজুল কুরআন বিভাগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৪ , ৩:০২:০৭ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : আজ ২৫ নভেম্বর, সোমবার সাভারের রেডিও কলোনি এলাকায় অবস্থিত মারকাযুত তা’লিম নুরুল উলুম মাদরাসা-য় ছাত্রদের হিফজুল কুরআনের সবক প্রদান উপলক্ষে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি বাদ যোহর শুরু হয় এবং মাদরাসা অডিটোরিয়ামে এক আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়। উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ছাত্রদের অভিভাবকবৃন্দ এই মাহফিলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে কামেল,

আল্লামা জহিরুল ইসলাম সাহেব

নায়েবে মুহতামিম, ঐতিহ্যবাহী সাভার ব্যাংক কলোনী মাদ্রাসা; সভাপতি, মারকাযুত তা’লিম নুরুল উলুম মাদরাসা এবং পীর সাহেব মির্জাপুর, টাঙ্গাইল। তিনি শিক্ষার্থীদের প্রতি বিশেষ নসিহত প্রদান করেন এবং দোয়ার মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল,

আল্লামা মুফতি শাহ নূরুল আমিন সাহেব

পীর সাহেব খুলনা। তিনি শিক্ষার্থীদের মেধা ও ধর্মীয় মনন বিকাশে মাদরাসার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

পরিচালনা ও অন্যান্য অংশগ্রহণকারী

অনুষ্ঠানটি পরিচালনা করেন

হাফেজ ক্বারী মাওলানা মাহফুজুর রহমান জহিরী

সাহেবজাদা, পীর সাহেব মির্জাপুর, টাঙ্গাইল।

এছাড়াও, বিভিন্ন উলামায়ে কেরাম ও মাদরাসার শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া মাহফিলকে অর্থবহ করেন।

অনুষ্ঠানের আয়োজক এবং আরজগুজার ছিলেন

হাফেজ মাওলানা নুরুল আমীন নুরী

প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাযুত তা’লিম নুরুল উলুম মাদরাসা এবং চেয়ারম্যান, আত তাহসিন হজ্জ কাফেলা।

আজকের এই আয়োজন ছাত্রদের জন্য বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক ছিল। দোয়া মাহফিলে দেশ, জাতি ও উম্মাহর শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ মুনাজাত করা হয়।

সার্বিকভাবে এ আয়োজন আধ্যাত্মিক পরিবেশে সবার প্রশংসা অর্জন করেছে।

Author

আরও খবর

Sponsered content