সাভার প্রতিনিধি: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর সাভার মডেল মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে সাভার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে শিমুলতলা এলাকায় তিতাস অফিসের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাভার উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আলী আজম এবং সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার কাসেমী।বক্তব্য দেন সাভার উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সরদার, সহ-সভাপতি মাওলানা মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সুলতান মাহমুদ, মুফতি ইকবাল ও মাওলানা নাজমুল ইসলাম।এ সময় আন্দোলনকারীরা ‘জঙ্গি জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকন জঙ্গি’, ‘এক দুই তিন চার, ইসকন তুই দেশ ছাড়’, ‘আমার সোনার বাংলায়, উগ্রবাদের ঠাঁই নাই’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ প্রভৃতি স্লোগান দেন।বক্তারা অভিযোগ করেন, ‘দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করে এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কাজ করছে এবং এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় লিপ্ত।’বিক্ষোভকারীরা ইসকন নিষিদ্ধ করা, তাদের অর্থের উৎস অনুসন্ধান এবং আইনজীবী হত্যায় জড়িতদের কঠোর বিচার দাবি করেন।সমাবেশে দুই সহস্রাধিক মুসল্লি অংশ নেন এবং সাভার উলামা পরিষদের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।