ধামরাই, ঢাকা : ঢাকার ধামরাই উপজেলার আফাজ উদ্দিন কলেজ ও শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে রবিবার (১ ডিসেম্বর) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং ইসলামবিরোধী সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভটি দুপুর ১২:৩০ মিনিটে আফাজ উদ্দিন কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে শরিফবাগ বাজার, ধুলিভিটা হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান ও দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তারা সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনসহ ইসলামবিরোধী যেকোনো সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করার জোর দাবি করেন।
সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনা ঘটে, যা নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সরব হয়ে উঠেছে।
বিক্ষোভকারীদের এ দাবি এবং প্রতিবাদের মাধ্যমে স্থানীয়রা আলিফ হত্যার ঘটনায় ন্যায়ের প্রত্যাশা প্রকাশ করেছেন।