প্রযুক্তি

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ১২:২৪:০৭ প্রিন্ট সংস্করণ

মুক্তকথন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রসিকিউশন টিমের একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ইতোমধ্যেই প্রচারিত হলে তা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, এই আদেশ আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং অন্যান্য প্ল্যাটফর্মের কাছেও পাঠানো হবে।

 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। ভারত থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য বিষয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন তিনি। এসব বক্তব্য তার নেতাকর্মীদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ১৭ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, শেখ হাসিনার গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হলেও তা এখনো প্রক্রিয়াধীন।

 

প্রসঙ্গত, শেখ হাসিনা সম্প্রতি ভার্চুয়ালি যুক্তরাষ্ট্রে একটি আলোচনাসভায় বক্তব্য দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

Author

আরও খবর

Sponsered content