মুক্তকথন ডেস্ক : গতকাল বৃহস্পতিবার, পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টিগ্রেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকের পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন।
আইজিপি বলেন, আইনি সেবা প্রত্যাশী জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। অপরাধ সংঘটিত হলে পুলিশ কাজ করবে, তল্লাশি চালাবে। তবে দায়িত্ব পালনে যেন কোনো বাড়াবাড়ি বা আইন লঙ্ঘন না হয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আন্দোলনের সময় পুলিশের কতিপয় কর্মকর্তার দায়িত্বহীন আচরণ এবং আইন ভঙ্গের কারণে অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক নিরপরাধ পুলিশ সদস্যও এই সংকটের শিকার হয়েছেন। আইজিপি বাহারুল আলম এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শহীদ পরিবারের প্রতি আন্তরিক দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশ নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ে।
আইজিপি বলেন, দেশের জনগণের প্রত্যাশা ও সহযোগিতায় পুলিশ বাহিনী ধীরে ধীরে কার্যক্রমে গতি ফিরিয়ে আনছে। তবে এ পরিস্থিতি থেকে উত্তরণে জনসমর্থন ও সহায়তা অত্যন্ত প্রয়োজন।
বাহারুল আলম ২১ নভেম্বর ২০২৪ তারিখে নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। পুলিশের সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের সুপারিশ বাস্তবায়িত হলে বাংলাদেশ পুলিশ প্রকৃত অর্থেই জনবান্ধব বাহিনী হয়ে উঠবে।