অর্থনীতি

ঠাকুরগাঁও সুগার মিলে ৬৭তম আখ মাড়াই মৌসুম শুরু: লক্ষ্যমাত্রা ৫,৩৫০ মেট্রিক টন চিনি

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৪ , ১১:১১:০১ প্রিন্ট সংস্করণ

মুক্তকথন ডেস্ক : ঠাকুরগাঁও সুগার মিলের ৬৭তম আখ মাড়াই মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ বছর ৮০ দিন মিলে কার্যক্রম চালু রেখে ৮৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং ৫ হাজার ৩৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে ডোঙ্গায় আখ ফেলার মাধ্যমে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের পরিচালক (অর্থ) আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ফারজানা সুলতানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির এবং স্থানীয় প্রশাসন ও মিলের কর্মকর্তারা।

মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ। তারা আশাবাদী যে, নির্ধারিত সময় ও লক্ষ্য অনুযায়ী উৎপাদন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

মিল কর্তৃপক্ষ বলেছে, আখচাষিদের সরবরাহ করা আখের গুণগত মান উন্নত হওয়ায় উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। আখচাষিদের আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে মিলটি বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

ঠাকুরগাঁও সুগার মিল দেশের চিনিশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। চলতি মৌসুমে উৎপাদিত চিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে চাহিদা পূরণে সাহায্য করবে। এর পাশাপাশি আখচাষি ও স্থানীয় অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের আখ মাড়াই মৌসুম সফলভাবে শেষ করার জন্য মিল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাই আশাবাদী। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন হলে আখচাষি ও মিল উভয়েই লাভবান হবে।

Author

আরও খবর

Sponsered content