সাভার প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপনে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত। ১৬ ডিসেম্বর ভোরের সূর্যোদয়ের সাথে সাথে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিকগণ ও মুক্তিযোদ্ধারা।
স্মৃতিসৌধ প্রাঙ্গণে ইতোমধ্যে শেষ হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ফুল ও লাল-সবুজ আলোকসজ্জায় নতুন রূপ পেয়েছে পুরো এলাকা। স্মৃতিসৌধের লেকের পানিতে রোপণ করা হয়েছে লাল শাপলা। স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, গণপূর্ত অধিদফতরের পক্ষ থেকে গত দেড় মাস ধরে স্মৃতিসৌধে ধোয়ামোছা, ফুলের বাগান তৈরি, রঙ করা এবং সিসি ক্যামেরা স্থাপনসহ নানা কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া পুরো স্মৃতিসৌধ চত্বর ও সড়কগুলোকে আলোকসজ্জায় সাজানো হয়েছে।
শতাধিক কর্মী দুই সপ্তাহ ধরে কাজ করছেন স্মৃতিসৌধের সাজসজ্জায়। চত্বরের বাগানে রোপণ করা হয়েছে লাল-সবুজ ফুলের গাছ। স্মৃতিসৌধে দীর্ঘ ৪২ বছর ধরে হাতে লেখার কাজ করছেন জিএম আনোয়ারুল ইসলাম। তিনি জানান, পরিবারের বাধা থাকা সত্ত্বেও এই কাজ তার মনের আনন্দ দেয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন জানিয়েছেন, স্মৃতিসৌধ এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাভারে আনন্দে মেতেছে স্থানীয় রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। স্মৃতিসৌধে আসা দর্শনার্থীরা বিজয়ের গৌরবময় ইতিহাস স্মরণ করতে এখানে সমবেত হবেন।
মহান বিজয় দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবে জাতীয় স্মৃতিসৌধ। বীর শহীদদের স্মরণে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এক নতুন প্রেরণার সৃষ্টি হবে।