বিশ্ব

কবিতা ❝অশান্তির পরিবেশ ❞~ সাংবাদিক ফাহাদ।

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ১১:৪০:০৩ প্রিন্ট সংস্করণ

  “অশান্তির পরিবেশ”

      – সাংবাদিক ফাহাদ 

অশান্তির পরিবেশ, গোটা বিশ্ব জুড়ে,

সাম্রাজ্যবাদী শক্তির, অস্ত্র বিপনন,

ব্যবসায়িক ভূমিকা,যুদ্ধ বিলক্ষণ,

আতঙ্ক পৃথিবী ময়,সুখ শান্তি দূরে।

মহাশক্তিধর দেশ, বিভক্ত শিবিরে,

জোটের মাধ্যমে খেলা,রেষারেষি পণ,

দূর্বলকে কাবু ক’রে, লুটপাট ধন,

উপনিবেশ স্থাপনে,দেশ নেয় কেড়ে।

সুযোগ সন্ধানী তারা, সর্বদা বেসুরে,

অস্তাচলে মিটমাট, অরণ্যে রোদন,

যুদ্ধ বন্ধে লোকসান, শক্তি আস্ফালন,

প্রাণ বিনিময়ে লাভ,মরণ বেঘোরে।

চাহিদার আগ্রাসনে, তারা বিচক্ষণ,

তৃতীয় মানুষ পশু, তাদের নিধন।

Author

আরও খবর

Sponsered content