“চড়ুইভাতি”
অরবিন্দ সরকার (স্বভাব কবি)
– বহরমপুর,মুর্শিদাবাদ।
বনভোজন পৌষালো,পৌষ মাসে রীতি,
কোথাও চড়ুইভাতি, স্থানের সুখ্যাতি,
দল বেঁধে ছেলে মেয়ে,কেনে সব্জি পাতি,
রন্ধনে হাঁড়ি কড়াই, নেমন্তন্নে জ্ঞাতি।
বনভোজনে আনন্দ,কর্মে মাতামাতি,
জ্বালানি সংগ্রহ করা, রান্না হাতাহাতি,
মাছ,মাংস,দই,মিষ্টি,পদ নানা জাতি,
কলা,পদ্ম,শালপাতা,ভোজনের সাথী।
বাঙালি উৎসবে মাতে,প্লান রাতারাতি,
হুজুগে বাঙ্গালী জাতি, জ্বেলে ধূপ বাতি,
নাচানাচি সর্বক্ষেত্রে, হঠাত্ প্রস্তুতি,
দিন রাত্রি এক করে, আরাধনা স্তুতি।
পার্বনের উন্মোচনে,কুশাসন পাতি,
প্রসাদ কনিকা মাত্র, সুঘ্রাণ বিলাতি।