বিশ্ব

কবিতা ❝ভাগাভাগি❞~ অরবিন্দ সরকার।

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ১১:৩০:২৫ প্রিন্ট সংস্করণ

“ভাগাভাগি”

অরবিন্দ সরকার (স্বভাব কবি)

– বহরমপুর,মুর্শিদাবাদ।

মা বাপের ভাগাভাগি,ভাগাভাগি দেশ,

জমিজমা ভাগাভাগি,এর নাই শেষ,

পাড়ায় পাড়ায় ভাগ,জাতি ধর্মে রেশ,

ফসলের ভাগাভাগি,চাষী অবশেষ।

মেলা খেলায় লভ্যাংশে,আধা ভাগ পেশ,

ভাগাভাগির উৎসবে,ছুঁতো খুঁজে বেশ,

উচ্চ,নীচ,ছোট,বড়ো,জাতির বিদ্বেষ,

সতীনের ঘর ভাগ,পতি ভাবলেশ।

দেশের ভাগে রয়েছে, স্বদেশ বিদেশ,

নদ নদী উপ,মহা,সাগর সরেস,

ভাগহীন বিদ্যাবুদ্ধি, শিক্ষা উপদেশ,

ভাগের মায়ের গঙ্গা, ঠেলে তলদেশ।

রাস্তা বরাবর ভাগ, সম্মুখ উন্মেষ,

ভাগাভাগি বাম ডানে,চলার অভ্যেস।

Author

আরও খবর

Sponsered content