সাভার প্রতিনিধি : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৩০ টার দিকে বিপিএটিসি’র সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাসটি চন্দ্রার দিকে যাওয়ার পথে রেডিও কলোনি এলাকা অতিক্রমের পর যাত্রীবেশে থাকা তিন ডাকাত ছুরিকাঘাত ও মারধর শুরু করে। পরে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে বিপিএটিসি গেটের সামনে নেমে পালিয়ে যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী অনুপ সরকার দীপ বলেন, “সন্ধ্যা পৌনে সাতটার দিকে রেডিও কলোনি থেকে তিনজন ডাকাত বাসে উঠে সব মালামাল লুট করে। ডাকাতদের এমএইচ গেটে নামিয়ে বাসচালক পালিয়ে যায়। তবে হেলপারকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।”
এ ঘটনায় পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বাসচালক ও হেলপারকে হেফাজতে নেওয়া হয়েছে।
ওয়েলকাম পরিবহনের এক প্রতিনিধি জানান, ডাকাতরা বিপিএটিসি এলাকা থেকে বাসে উঠে এ ঘটনা ঘটিয়েছে। বাস, চালক এবং হেলপার বর্তমানে আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ডাকাতদের শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করেছে।