জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া থানার পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. ফেরদৌস মোল্যা (২৪) নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। তিনি লোহাগড়া থানাধীন দেবী গ্রামের মো. পিয়ার মোল্যার ছেলে।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমানের নেতৃত্বে এসআই মো. রাজু আহমেদ এবং এএসআই মো. ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেবী সাকিনস্থ পশ্চিমপাড়া জামে মসজিদের পাশের ব্রিজ থেকে তাকে আটক করা হয়।
ধৃত আসামির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।