মুক্তকথন ডেস্ক : বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক সচিবালয়ে আগুন লাগার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে আজকের মধ্যেই ব্যাখ্যা চেয়েছেন।
তিনি বলেন, “অফিস বন্ধ থাকা সত্ত্বেও কীভাবে এমন অগ্নিকাণ্ড ঘটল? অফিসে তো নিরাপত্তা কর্মীরা দায়িত্বে থাকে। এর স্পষ্ট ব্যাখ্যা আমরা জানতে চাই।”
এছাড়া তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা সচিবালয়ে ষড়যন্ত্র করছে এবং এটি রমজান মাসের আগে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার পরিকল্পনার অংশ হতে পারে।
তিনি আরো বলেন, “শেখ হাসিনা সরকারের দোসররা সচিবালয়ে থেকে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। এটি আমরা কোনোভাবেই মেনে নেব না। সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাস রক্ষা করতে সুষ্ঠু নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করতে হবে।”
জয়নুল আবদীন ফারুক আরও দাবি করেন, শেখ হাসিনা পরিবারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে জনগণের সামনে সেসব তুলে ধরতে হবে। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিভ্রান্তি সৃষ্টিকারী উপদেষ্টাদের সতর্ক থাকতে বলেছেন।
এ কর্মসূচিতে বিএনপির আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।