জনপ্রিয় - নিউজ

৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে কি হতে যাচ্ছে

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৪ , ৩:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ

মুক্তকথন ডেস্ক :  ৩১ ডিসেম্বরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ‘Now or Never’ শ্লোগানসহ নানা পোস্টের মাধ্যমে তারা এই তারিখটিকে কেন্দ্র করে একটি বড় আয়োজনের ইঙ্গিত দিয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ক্যাম্পেইন শুরু করেন আন্দোলনকারীরা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুকে লেখেন, “Comrades Now or Never”। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন লেখেন, “এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লেখেন, “Comrades, 31st DECEMBER! Now or Never!” একইভাবে রিফাত রশিদ তার পোস্টে লেখেন, “All eyes on 31st December, 2024. Now or Never!”

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিশেষ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার পরিকল্পনা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক জানান, এটি হবে বাংলাদেশের স্বাধীনতার সময় ঘোষণাপত্র পাঠের মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

তবে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, “শেখ হাসিনার স্বৈরাচারী শাসন থেকে কীভাবে জুলাই বিপ্লবের রূপ নিল, ৯ দফা থেকে কেন ১ দফায় আসতে হলো, এসব নিয়ে আমরা জনগণের সামনে আমাদের পরিকল্পনা তুলে ধরব। ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই ঘোষণাপত্রে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব পোস্ট ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

৩১ ডিসেম্বর বিকেলে কী ঘটতে যাচ্ছে তা জানার জন্য সবার দৃষ্টি এখন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. নুর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অছি ক্লোজড!

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুর, চান নিয়মিত নির্বাচন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮