মুক্তকথন ডেস্ক : কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ দীর্ঘদিনের নেতৃত্বের দ্বন্দ্বে বিভক্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়েছিল। তবে এবার বিভেদ ভুলে সময়ের প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান জানিয়েছেন, ফারুক হাসান নেতৃত্বাধীন গ্রুপ তাদের সাথে একত্রিত হচ্ছে। তিনি বলেন, “আমরা এখন একসঙ্গে কাজ করবো।” একই তথ্য নিশ্চিত করেছেন ফারুক হাসানও।
২০২৩ সালে দলের অভ্যন্তরীণ কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। পাল্টাপাল্টি অব্যাহতির ফলে দলটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
দলটির এক নেতা জানিয়েছেন, “আমরা বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়েছি। ২০১৮ সালের আন্দোলনের সকলে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।” তবে, দলের প্রতিষ্ঠাতা যুগ্ম সদস্যসচিব তারেক রহমান এবং মশিউর জামান এই ঐক্যের অংশ হচ্ছেন না।
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া নুরুল হক ডাকসুর ভিপি নির্বাচিত হন। ২০২১ সালে দলটি গঠন করা হয়।
নতুন এই ঐক্যের মাধ্যমে গণ অধিকার পরিষদ দলটি তাদের রাজনৈতিক শক্তি পুনর্গঠনের আশা করছে।