অনুসন্ধান

ইসলামী ব্যাংকের সাবেক এমডি, চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৫ , ৩:১৫:২৮ প্রিন্ট সংস্করণ

ইসলামী ব্যাংকের সাবেক এমডি, চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

আত্মসাত, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অন্যান্য কর্মকর্তাসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৮ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক (ব্যাংক) মো. আনোয়ার হোসেনের সই করা এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।

যাদের আসামি করে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে, তারা হলেন— অর্থ পাচারের ঘটনায় আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের ছেলে ও ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, চট্টগ্রামের আসাদগঞ্জের ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া চৌধুরী, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও পরিচালক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন।

এছাড়া সাবেক নমিনি পরিচালক সৈয়দ আবু আসাদ, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, সাবেক পরিচালক মো. কামরুল হাসান, ড. মোহাম্মদ সালেহ জহুর, ড. মো. ফসিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক পরিচালক জামাল মোস্তফা চৌধুরী, আবু সাইদ মোহাম্মদ কাশেম ও সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ।

Author

আরও খবর

Sponsered content