সাভার প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা জেলা উত্তর শাখার অধীনে সাভার পৌরসভার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক অর্ণব কুমার শীর্ষেন্দ এবং ভারপ্রাপ্ত সভাপতি সা’আদ আল মোকাররম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আংশিক কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি ফাহাদ আহমেদ। সহ-সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন ইয়াসিন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান, আর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আল-আমিন ইসলাম।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক শরীফ আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান, অর্থ সম্পাদক ইয়াসিন আহমেদ এবং দপ্তর সম্পাদক তেহেজিন ইসলাম। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সজিব, সাইম সিকদার, আবু রিহান, রাসেল, নুর মোহাম্মদ এবং আশিককে।
কমিটির প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দিতে। পাশাপাশি জেলা উত্তর শাখা কমিটি যেকোনো যুক্তিসংগত কারণে কমিটির দায়িত্ব পরিবর্তন বা স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করে।
নবগঠিত এই কমিটি সাভার পৌরসভায় ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।