উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বহুরিয়ার বহুল আলোচিত সে-ই অবৈধভাবে গড়ে উঠা সেই ৭টি ইটভাটা পুনরায় গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম। অভিযানে বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বি এন্ড বি ব্রিকস, সান ব্রিকস ও রান ব্রিকস নামের ৭টি ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ এইচএসবি নামক একটি ইটভাটা মালিককে যথাযথ কাগজপত্র না থাকায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া যায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন SF tv,আজকের বাংলা,দৈনিক জবাবদিহি, মুক্ত খবর,বাংলাদেশ বুলেটিন,এশিয়ান টিভি, সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী।
গত দুই মাসের মধ্যে তৃতীয় বারের মতো ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করলো পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। গত ৯ জানুয়ারি অভিযান পরিচালনা করে ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়। কিন্তু ইটভাটার মালিকরা নির্দেশ অমান্য করে পুনরায় চিমনি স্থাপনের মাধ্যমে ইটভাটার পোড়ানোর কার্যক্রম শুরু করে। এর আগে গত ১২ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ইটভাটাগুলোকে মোট ২৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
এসময় টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর প্রমুখসহ পুলিশ ও সেনাবাহিনীর টিম উপস্থিত ছিলেন।