উন্নয়ন

পিরোজপুরে পুলিশ সুপারের উদ্যোগে কুরআন শরীফ বিতরন

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:১৬:৪৬ প্রিন্ট সংস্করণ

প্রতিনিধিঃ-মোঃনুরুজ্জামান খোকন (পিরোজপুর): পিরোজপুর পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এর উদ্যোগে,নাজিরপুর থানাধীন তারাবুনিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার ৬০ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন।

অদ্য ৩রা ফেব্রুয়ারী (সোমবার)২০২৫ তারিখ, পিরোজপুরের নাজিরপুরে এতিমখানা ও মাদ্রাসায় উপস্হিত ৬০ জনকে আনুষ্ঠানিকভাবে পিরোজপুর পুলিশ সুপারের সভাপতিত্বে কুরআন শরীফ প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান,পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত)ডিআইও-১,ওসি ডিবি পিরোজপুর। মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ ও জেলা পুলিশ এর বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

পরবর্তীতে ৬০ জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরান শরীফ বিতরন শেষে,পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের সকলের উদ্দেশ্যে বলেন,জেলা পুলিশ পিরোজপুর যেকোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। “মানবতা বোধ জাগ্রত হোক,বিবেকের তাড়নায়” এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম অব্যাহত থাকবে। অতঃপর তারাবুনিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা প্রিন্সিপাল মোঃ মোশাররফ হোসেন বলেন,আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ পেয়ে,আমরা কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি।সেই সাথে একজন মাণবিক,ন্যায়নিষ্ঠ,সৎ ও ধার্মিক জেলা পুলিশ সুপার পেয়ে। উপস্থিত সকলে জেলা পুলিশ সুপারের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করেন।

Author

আরও খবর

Sponsered content