সারাদেশ

টেকনাফে কোস্ট গার্ড-র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও অস্ত্রসহ ইঞ্জিন নৌকা জব্দ

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:২২:৪২ প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি:  কক্সবাজার টেকনাফ মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‌্যাব-১৫ সিপিসি কর্তৃক টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উক্ত বোটটিকে ধাওয়া করলে বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা মাদক কারবারীরা সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশী চালিয়ে একটি ব্যাগ ও বস্তায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং ২ টি দেশীয় অস্ত্র জব্দ করে।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও ফেনসিডিল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সাথে সমন্বয় করতঃ ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Author

আরও খবর

Sponsered content