সংবাদকর্মীর কথা

ভূরুঙ্গামারীতে সাংবাদিক এর মায়ের মৃত্তুতে রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ২:০১:০৫ প্রিন্ট সংস্করণ

সমাপ্তি ইসলাম- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের অন‍্যতম সদস‍্য, দেশের আলোচিত দৈনিক কালবেলা পত্রিকার ভূরুঙ্গামারী প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন সৃষ্টি নিউজ.কম এর সম্পাদক ও প্রকাশক, সোনাহাট ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মোঃ মোখলেছুর রহমান এর মমতাময়ী মা মোমেনা বেগম সোমবার সকাল সাড়ে দশটার সময় পাইকেরছড়া নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে এজমার সমস্যায় ভুগছিলেন।

সোমবার সকালের খাবার শেষে ঘরের মাকড়সার জাল পরিস্কার করতে গিয়ে শ্বাস কষ্ট অনুভব করেন। পরে পল্লী চিকিৎসক ডেকে মুখে অক্সিজেন এর লেবুলাইজেশন মেশিন দিয়ে শ্বাস নেওয়ার স্বাভাবিক ব‍্যবস্থা করার সময় তাঁর মৃত্যু হয়। পরে বিকেলে পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ‍্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্বামী, ৩ ছেলে, ১ মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, সাংবাদিক মোখলেছুর রহমান এর মায়ের মৃত্যুতে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সদস্য সচিব মনিরুজ্জামান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: সংবাদকর্মীর কথা

সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা সাংবাদিকদের মানববন্ধনে প্রতিবাদ

সাংবাদিকদের মিলনমেলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকর পাশে দাড়াঁতে আবির্ভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকা বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ও জনতার মুখোমুখি —আহসান উদ্দিন খান শিপন

২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ — ব্যবস্থা নেয়নি আরএমপি, সকল সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিক সমাজের