বাংলাদেশ

পটিয়ায় কিশোরীর রহস্যজনক আত্মহত্যা

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২৫:০৮ প্রিন্ট সংস্করণ

সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি:  পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকায় এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আলমগীর নামের এক ব্যক্তির ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম তাছলিমা আক্তার (১৩)। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার বাসিন্দা সোনা মিয়ার মেয়ে।

নিহতের বড় বোন হামিদা বেগম জানান, তাদের পরিবার পটিয়ায় ভাড়া বাসায় বসবাস করছে। তাছলিমা ১৫ দিন আগে বেড়াতে আসেন। এ সময় হাইদগাঁও এলাকার আকিব নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে গত সোমবার থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে নিজ কক্ষে দরজা বন্ধ করে আত্মহত্যা করেন তাছলিমা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পিয়াংকা চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পটিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Author

আরও খবর

Sponsered content