০৭/০২/২০২৫
"লজ্জা"
(ছড়া)
অরবিন্দ সরকার
বহরমপুর মুর্শিদাবাদ।
মাজায় দড়ি, পায়ে বেড়ি,
মার্কিনী মুলুকের চাতুরী,
মাল খালাসের প্লেনগাড়ি,
বোঝা নিয়ে ভারতে পাড়ি।
ছাপান্ন ইঞ্চি ছাতির দাড়ি,
লোকলজ্জার গলায় দড়ি,
খেলা গোপনে লুকোচুরি,
মিত্রো ফলাতে হামাগুড়ি।
দেশের অপমান বিচ্ছিরি,
বন্দি হ'য়ে ফেরা,দশা ফেরি,
হজম দেশে,নয় উগাড়ি,
পরমাণুতে মরচে অবধারী।
তেতো গিলতে বাহাদুরি,
নিস্তেজ বাঘ নেই হুঙ্কারি,
মুখেতালা স্তব্ধ হুঁশিয়ারি,
বিশ্ববুকে মার্কিন খবরদারি।
----------------------------