সারাদেশ

মণিরামপুরে মৌমাছির কামড়ে কওছার গাজীর মৃত্যু

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১২:৫৫ প্রিন্ট সংস্করণ

সাব্বির হাসান মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে মৌমাছির কামড়ে কওছার গাজী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় পথচারী ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মণিরামপুর-কালিবাড়ি সড়কের কামালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত কওসার গাজী খানপুর গ্রামের জবেদ আলীর ছেলে। তিনি কামালপুর এলাকায় সোহাগ হোসেনের কাঠগোলায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

আহতদের মধ্যে গোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমান, খানপুর গ্রামের সুমন হোসেন, মুন্সিখানপুর গ্রামের আলমগীর হোসেন ও ভরতপুর গ্রামের আবুল হোসেনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া হাবিবুল্লাহ, অন্তরা, কালিদাস ও সোহাগ হোসেন নামে চার জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের উদ্ধারকারী ডালিম হোসেন বলেন, দুপুরে কামালপুর এলাকায় সোহাগের কাঠ গোলায় কাজ করছিলেন কওছার। এসময় পাশের মেহেগুনি গাছে থাকা মৌমাছির চাকে হানা দেয় বাজপাখি। তখন মৌমাছি ছুটে এসে কওছার গাজীকে কামড় দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন কওছার। এরপর ওই রাস্তা দিয়ে স্কুল শিক্ষার্থীরাসহ যত লোক পার হচ্ছিলেন তাদের সবাই মৌমাছির আক্রমনের শিকার হন।

আহত ইজি বাইক চালক হাফিজুর রহমান বলেন, আমি ইজিবাইক নিয়ে নেহালপুরে ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে পড়ে তিনজন কাতরাচ্ছেন। তাদের দেখে এগিয়ে গেলে আমি মৌমাছির হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদ উদ্দিন বলেন, দুপুরে মৌমাছির কামড় খেয়ে ৮-১০ জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে কওছার আলী নামে একজন মারা গেছেন। বাকী চারজন ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, মৌমাছির কামড়ে হতাতহের ঘটনা আমাদের কেউ জানায়নি।

Author

আরও খবর

Sponsered content