ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সাথে বুধবার বিকেলে সোনালী অতীত ক্লাবের নেতৃবৃন্দরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী’র নেতৃত্বে এ সময় সোনালী অতীত ক্লাবের কর্মকর্তাদের মধ্যে দেবাশীষ বড়ুয়া দেবু, মো.ইব্রাহিম, মো.লোকমান,জমির, মিজানুর রহমান, মো. লিটন, আবু তাহের ও জাহাঙ্গীর আলম মিন্টুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা মেয়র মহোদয়ের সাথে কুশল বিনিময় করেন এবং খেলাধুলার উন্নয়ন ও বয়সভিত্তিক ফুটবলের আয়োজন নিয়ে আলোচনা করেন। মেয়র মহোদয় সোনালী অতীত ক্লাবের নেতৃবৃন্দের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।