বিনোদন

কারে দিয়েছি রাজার পাট” অরবিন্দ সরকার

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৪৩:৩৯ প্রিন্ট সংস্করণ

“কারে দিয়েছি রাজার পাট”

অরবিন্দ সরকার
স্বভাব কবি
বহরমপুর,মুর্শিদাবাদ।

কাউকে চেষ্টা করলে, যোগ্য বানাবার,
ছোবল মারে সে ঘুরে,বিষ ফোটাবার,
কাল সাপ থেকে দূরে,বের সীমানার,
আপন পর বোঝেনা, আহারে বাহার।

যার যা প্রবৃত্তি তার,উদ্ধত আচার,
ফণা তুলে বিষধর, ওটা হাতিয়ার,
যেখানে সেখানে ফণা, অপব্যবহার,
বেজি একমাত্র চেনে,কামড়ে সাবার!

কামার ইস্পাত চেনে, দেখে একবার,
ইস্পাত দেখানো পাপ, ঠগ্ কারবার,
চামার চামড়া দিয়ে, জুতোর আকার,
আত্মদানেতে শহীদ,জন্তু জানোয়ার।

জীব জন্তুর কাছে, মানুষের হার,
ধীর স্থির গাছপালা, আছে শেখবার।

Author

আরও খবর

Sponsered content