উৎসব অনুৃষ্ঠান

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মেয়ে- জামাইকে সংবর্ধনা

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১:১১:১৮ প্রিন্ট সংস্করণ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সময়ের কন্ঠস্বর ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ মির্জার সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ইএসডিও’র আয়োজনে অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ মির্জা, বিশিষ্ট শিাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, যুগ্ম সচিব পরিতোষ রায়, ইএসডিও’র সভাপতি মো: সফিকুল ইসলাম, বিশিস্ট শিক্ষাবিদ মো: জালাল উদ দীন প্রমুখ।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ সহ অনুষ্ঠানে ইএসডিও’র পক্ষ থেকে বুদ্ধিজীবী ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ্ মির্জাকে উত্তরীয় পরিয়ে দেন নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। পরে সংস্থার পক্ষ থেকে তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। একই সাথে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ইএসডিও’র বিভিন্ন ইউনিট, জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

এ সময় ড. শামারুহ্ মির্জা তার বক্তব্যে বলেন, পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কখনো আসেনা, তাই পরিশ্রমের কোন বিকল্প নেই। জীবনে সফলতা পেতে হলে এই পরিশ্রম তার মূল চাবিকাঠি।

তরুণদের উদ্দেশ্যে ড. ফাহাম আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, সত্যের পথে চলা ও সত্যকে সত্য বলার মধ্য দিয়েই জীবনের চলার পথ সহজ করা সম্ভব। কারণ মিথ্যা আশ্রয় নিলে সেটা মিথ্যেই থেকে যাবে। তাই সকলকে নিজের মধ্যে সত্যকে ধারণ করতে হবে, তাহলেই জীবনে সফল হওয়া যাবে। উল্লেখ্য যে, ড. শামারুহ্ মির্জা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ও ড. ফাহাম আব্দুস সালাম জামাতা।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: উৎসব অনুৃষ্ঠান

বিসিআরএ’র ৩০ বর্ষপূর্তি উদযাপন : “সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা , গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৮ নং ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

যশোর অভয়নগরে ৪ দলিয় হাডুডু প্রতিযোগিতা আয়োজনে শুকপাড়া যুব সংঘ 

মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জেলার বিধানসভাগুলির নবনিযুক্ত পর্যবেক্ষক জাহাঙ্গির খান, উপস্থিতে সোশ্যাল মিডিয়া একটি আলোচনা সভা অনুষ্ঠিত